Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Swapne Amar Mone Holo Lyrics | স্বপ্নে আমার মনে হল | Rabindra Sangeet Lyrics - Rabindranath Tagore

Collection Rabindranath Tagore

Swapne Amar Mone Holo Lyrics | স্বপ্নে আমার মনে হল | Rabindra Sangeet Lyrics

 LyricsForest   445


Swapne Amar Mone Holo Lyrics | স্বপ্নে আমার মনে হল | Rabindra Sangeet lyrics (Primary language)

স্বপ্নে আমার মনে হল 

কখন ঘা দিলে আমার দ্বারে, হায়,

স্বপ্নে আমার মনে হল

আমি জাগি নাই, জাগি নাই গো,

তুমি মিলালে অন্ধকার, হায়

স্বপ্নে আমার মনে হল। 

 

অচেতন মনো-মাঝে তখন 

রিমিঝিমি ধ্বনি বাজে, বাজে,

অচেতন মনো-মাঝে তখন 

রিমিঝিমি ধ্বনি বাজে, বাজে,

রিমিঝিমি, রিমিঝিমি

কাঁপিল বনের ছায়া ঝিল্লিঝঙ্কারে।

আমি জাগি নাই জাগি নাই গো

নদী বহিল বনের পারে,

স্বপ্নে আমার মনে হল 

কখন ঘা দিলে আমার দ্বারে, হায়,

স্বপ্নে আমার মনে হল। 

পথিক এল দুই প্রহরে 

পথের আহ্বান আনি ঘরে,

পথিক এল দুই প্রহরে 

পথের আহ্বান আনি ঘরে,

শিয়রে নীরব বীণা 

বেজেছিল কি জানি না, জানি না,

জাগি নাই, জাগি নাই গো

ঘিরেছিল বনগন্ধ ঘুমের চারি ধারে। 

স্বপ্নে আমার মনে হলো  

কখন ঘা দিলে আমার দ্বারে, হায়,

স্বপ্নে আমার মনে হল

আমি জাগি নাই, জাগি নাই গো,

তুমি মিলালে অন্ধকার, হায়

স্বপ্নে আমার মনে হল। 

Swapne Amar Mone Holo Lyrics | স্বপ্নে আমার মনে হল | Rabindra Sangeet lyrics in English